আগামী ২৭শে অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  ভোট গ্রহণের দিন নির্ধারণ করে এ তফসিল চূড়ান্ত করেছে কমিশন।  খসড়া তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ২৯শে সেপ্টেম্বর।

কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে তফসিলের এ খসড়া চূড়ান্ত করা হয়। তবে ভোটার তালিকার হার্ডকপির সঙ্গে সফট কপি মিলিয়ে দেখার স্বার্থে ২২শে সেপ্টেম্বর তফসিল ঘোষণা করার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গতকাল  বলেন, আশা করছি বৃহস্পতিবারই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা যাবে। এ ক্ষেত্রে হরতাল কোন বাধা হবে না। সূত্র জানায়, প্রথমবারের মতো হতে যাওয়া এ সিটি নির্বাচনে মেয়র প্রার্থীকে সিটি এলাকার ভোটার হতে হবে। কোন প্রার্থীই কোন জনসভা করতে পারবেন না। তবে পথসভা করতে পারবেন। প্রার্থীদের সাদাকালো প্রতিটি পোস্টারের নিচে পোস্টারের সংখ্যা, প্রেসের ঠিকানা, প্রকাশকের নাম দেয়া বাধ্যতামূলক। প্রার্থীরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তবে এ খাতে ব্যয়ের হিসাব নির্বাচনী ব্যয়ের সঙ্গে যোগ হবে। পোলিং এজেন্টদের বিষয়ে এ নির্বাচনে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে কমিশন।