এবারের হরতালে ঢাকায় ১০ থেকে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। আগের মতো বৃহস্পতিবারের হরতালেও ঢাকাসহ বড় শহরগুলোতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ।
স্বরাষ্ট্রমন্ত্রী হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে হরতাল প্রতিহত করতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহারা বলেন, জ্বালানির দাম বাড়ানোর নামে কার্যত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং দলীয় প্রধানের দুই ছেলের অপকীর্তি আড়াল করতে এ হরতাল ডাকা হয়েছে।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ প্রস্তুত থাকবে বলেও মন্ত্রী জানান।