প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত অঙ্গীকার আরো জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নারী ও শিশুদের কল্যাণের ওপর ভবিষ্যৎ নির্ভরশীল।
গত মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ অ্যাসেম্বলি হলে ‘প্রত্যেক নারী ও প্রত্যেক শিশু’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণকালে প্রধানমন্ত্রী আরো বলেন, নারী ও শিশুদের কল্যাণের ওপর ভবিষ্যৎ নির্ভরশীল। এজন্য আমি বিশ্বের প্রত্যেক নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত অঙ্গীকার আরো জোরদার করতে আপনাদের প্রতি আহ্বান জানাই।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেলবার্গও অনুষ্ঠানে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে অধিক সহায়তা এবং বাংলাদেশের ক্যাম্পেইন পার্টনারদের ৪০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অঙ্গীকার আশু বাস্তবায়নের আহ্বান জানান।