বর্তমান সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এই সরকারকে হঠাতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন তারা। আর সেই নির্বাচন সরকারের নিয়ন্ত্রণে হলে বিএনপি তাতে অংশ নেবে না । জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়া পল্টনে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমাদের নেত্রী ফাইনাল খেলার কথা বলেছেন। এই ফাইনাল খেলা হচ্ছে নিরপেক্ষ নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার হঠানোর খেলা।” তিনি বলেন, “আমাদের নেত্রী ইতোমধ্যে বলে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এ জন্য আমরা আন্দোলনের করছি। আমরা র্নির্বাচনের মাধ্যমে সরকার হঠাতে চাই।”সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন করে সরকার দেশের মানুষকে বোকা বানাতে চেয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
উলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক আলোচনা সভায় বক্তব্য দেন।