যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রেসিডেন্ট নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দু’ই প্রার্থী ডেমোক্র্যাট দলিয় প্রেসিডেন্ট ওবামা ও রেপাবলিকান দলের মিট রমনির মধ্যেকার টেলিভিসন বিতর্ক এখন ইতিহাসের পাতায় । দু’ই প্রার্থীই এখন বিতর্কের অঙ্গন ছেড়ে আবার তত্পর হয়েছেন প্রচারণার মঞ্চে – ভোটারদের দরবারে আবার গিয়ে হাজির হচ্ছেন দু’জনই – আবেদন জানাচ্ছেন ৬ নভেম্বরের নির্বাচনে ভোটের জন্যে ।