কুকুরের ছাতা !
জারভিসের মালিক ১৮ বছর বয়সী চার্লট স্মিথ জানালেন, প্রিয় কুকুরটিকে রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পেরে বেজায় খুশি তিনি। ম্যানচেস্টারের পশু বিক্রয় প্রতিষ্ঠান ‘বেটি অ্যান্ড বাচ’ এই ছাতা বিক্রি করছে। উত্পাদন করছে ইতালির একটি ছাতা তৈরির প্রতিষ্ঠান