শুধু পানি বিক্রির হোটেল
এবার শুধু পানি বিক্রির জন্য একটি ক্যাফে খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ‘মলিকিউল’ নামের এই ক্যাফেতে বসে পানি পান করতে চাইলে প্রতি গ্লাসে গুণতে হবে এক ডলার। কেন শুধু পানি? এ প্রশ্নের উত্তরে ক্যাফেটির অন্যতম স্বত্বাধিকারী অ্যাডাম রুফ জানান, পানি সবচেয়ে প্রয়োজনীয় পানীয় তাই এ ব্যবস্থা। “মানবদেহের ৬০ থেকে ৭০…