বৃদ্ধ পিতার কাঁধে প্রবাসী ছেলের ঋনের বোঝা
পিঠমোড়া দিয়ে বাধা হাত। কাধে ছেলের ঋণের বোঝা। এভাবে গ্রামবাসীর সামনে হেঁটে চলেছে এক বৃদ্ধ পিতা। তাকে ঘিরে শত মানুষের উত্সুক দৃষ্টি। এই নির্মমদৃশ্যের চিত্র দেখা যায় হাজিগঞ্জের গন্ধ্যর্বপুর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠে।