এইচআরটি মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়
একটা বিশেষ বয়সে এসে মহিলাদের হরমোন সংক্রান্ত জটিলতা দেখা দেয়। দেহ বিশেষ কিছু হরমোন তৈরি বন্ধ করে দেয়। এতে মহিলাদের হট ফ্ল্যাশ নামে পরিচিত উপসর্গ অর্থাত গা বা মাথা-কান গরম হয়ে ওঠে, বন্ধ হয়ে যায় ঋতুস্রাব এবং দেখা দেয় আরো কিছু সমস্যা।