লরার বিষ্ময়
বয়স মাত্র ১৮। এই বয়সেই কিম ক্লাইস্টার্স এবং লা লিনার মতো তারকাকে হারিয়ে দেখালেন চমক। তবে চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ইউএস ওপেন থেকে। কিন্তু তারপরও অভিভূত ব্রিটিশ টিনএজ লরা রবসন। ম্যাচ শেষে যখন হোটেলে ফিরলেন-দেখলেন লবিতে অসংখ্য ভক্ত, টিভি ক্যামেরা ও প্রিন্ট মিডিয়ার লোকজন…