সিরিয়ায় আরো জোরদার বোমা বর্ষণ এবং সংঘর্ষ
সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে, সিরিয়া থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মিশনের কার্যক্রম শেষ করার ঘোষণা দেওয়ার একদিন পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী শুক্রবার রাজধানীর কিছু অংশ এবং আলেপ্পো শহররে গোলা বষর্ণ শুরু করেছে।