সিরিয়ায় সাতজন নিহত যখন সেখানে আর পর্যবেক্ষক পৌঁছাচ্ছে
সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন বুধবার সিরিয়ার সরকারী বাহিনী অন্তত ৭ জনকে হত্যা করেছে। এই ঘটনাটি ঘটলো যখন জাতিসংঘের পর্যবেক্ষকদের ছোট একটি দল সেখানে তাদের মিশন পুনরায় শুরু করেছে। তারা দেশটিতে একবছরেরও বেশি সময় বিদোহীদের সংগে সংঘাতে অস্ত্র বিরতি কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে।