সিরিয়া বলছে – বৈধ ভোটারের অর্ধেকেরও বেশি ৭ মে’র সংসদিয় নির্বাচনে ভোট দিয়েছেন ।
সিরিয়া বলছে – বৈধ ভোটারের অর্ধেকেরও বেশি ৭ মে’র সংসদিয় নির্বাচনে ভোট দিতে যান – বিরোধী পক্ষিয় দলগুলো যে নির্বাচন কিনা বর্জন করে । তাঁরা বলেন বিক্ষুদ্ধ মানুষের বিরুদ্ধে সরকার যখন কিনা প্রাণঘাতি অবদমন তত্পরতা চালায় জোরেশোরে সে পরিস্থিতিতে এ নির্বাচনের কোনো বৈধতা নেই ।