১৬ ঘন্টার মধ্যেই আবারো বন্ধ মাওয়ার ঘাট
মাওয়ায় চৌরাস্তামুখী নতুন ফেরিঘাট উদ্বোধনের ১৬ ঘণ্টার মাথায় ওই ঘাট দিয়েপারাপার বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, পন্টুনে ত্রুটি থাকায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে নতুন এই ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। শনিবার সন্ধ্যা সাড়ে৭টায় এ ঘাট চালু করা হয়েছিল।