আফগানিস্তানে তালিবানে প্রতিশোধ নেয়ার সঙ্কল্প
আফগনিস্তানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একজন সেনা সদস্য আপাত দৃষ্টিতে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৬ জন আফগান অসামরিক লোককে হত্যা করার পর তালিবান , তাদের কথায় , “ আমেরিকান অসভ্যতা “ র বিরুদ্ধে প্রতিশোধ নেবার সঙ্কল্প প্রকাশ করেছে।