স্পেনে নির্বাচন ॥ পপুলার পার্টি এগিয়ে
রোববার স্পেনের জাতীয় নির্বাচন। এ নির্বাচনে বর্তমান বিরোধীদল পপুলার পার্টির জয়লাভের সম্ভাবনাকে বড় করে দেখাচ্ছে দেশটির মিডিয়া। বেকারত্বের দোহাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠা স্পেনের জনগণের ক্ষোভের খড়গ আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির উপর যে পড়ছে, তা সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক জরিপে স্পষ্ট।