তুরষ্ক ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে
শুক্রবার তুরষ্ক, সে দেশে ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এবং সব সামরিক চুক্তি আপাততঃ স্থগিত রেখেছে। গত বছর গাজা অভিমুখে তুর্কী জাহাজে যে মারাত্মক ইসরাইলী আক্রমন হয়, সে সম্পর্কে জাতিসংঘের রিপোর্ট বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর তুরষ্ক এই পদক্ষেপ নেয়।