জনমত সমীক্ষা: রমনি বিতর্কে জয়ী হয়েছেন
যুক্তরাষ্ট্রে ভোটাররা মনে করেন বুধবার দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠানে মিট রমনি জয়ী হয়েছেন। সিএনএন এর এক জনমত সমীক্ষায় সাতষট্টি শতাংশ রেজিসটার্ড ভোটার বলেছেন মি রমনি বিতর্কে জয়ী হয়েছেন। মাত্র ২৫ শতাংশ বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা জিতেছেন।