বিনোদন প্রতিবেদক News

অবশেষে বিয়ের পিঁড়িতে কারিনা ।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ ১৬ অক্টোবর বুধবার বিয়ে করলেন বলিউডের বহুল আলোচিত তারকা-যুগল সাইফ আলী খান ও কারিনা কাপুর। এ প্রসঙ্গে বিয়ে নিবন্ধক সুরেখা রমেশের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ দুপুরের পর বান্দ্রায় অবস্থিত সাইফের ফরচুন হাইটস অ্যাপার্টমেন্টে তিন জন সাক্ষীর উপস্থিতিতে সাইফ-কারিনারবিয়ের নিবন্ধন করা হয়েছে।