মৃত্যুই জাগিয়ে দিল হুমায়ূনকে
মূলত মৃত্যুই জাগিয়ে দিল হুমায়ূনকে। এ জাগরণের কোনো মৃত্যু নেই। শরৎচন্দ্রের জনপ্রিয়তার স্থানটি দখলের চেয়েও বড় জায়গা তৈরি হয়েছে তার লেখায়। হুমায়ূনই সেই লেখক, যিনি বাংলাদেশে প্রকাশনা শিল্প বিকাশে সেনাপতির ভূমিকায় ছিলেন। আমদানিনির্ভর ও কপিরাইট প্রকাশনা সেক্টরকে তিনি নিয়ে গেছেন একটি পরিপূর্ণ শিল্পের মর্যাদায়। স্বাধীনতাত্তোর বাংলা সাহিত্যে তিনি ছিলেন একজন…