নেটোর হেলিকপ্টার আকাশসীমা লংঘন করেছে বলে পাকিস্তানের অভিযোগ
পাকিস্তান নেটোর কাছে কড়া নালিশ জানিয়েছে যে নেটোর দুটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমা লংঘন করেছে । মঙ্গলবার পাকিস্তানী কর্মকর্তারা জানান – নেটোর একটি হেলিকপ্টার আফগানিস্তানের দিক থেকে সীমান্ত অতিক্রম করে এবং তারপর যে হামলা চালায়, পাকিস্তানের দুই সৈনিক তাতে জখম হয়েছেন ।