যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেসের প্রতি, বিত্তশীলদের কর বৃদ্ধি বিষয়ক বিল অনুমোদন করার আবেদন জানিয়েছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সবচাইতে বিত্তশীল আমেরিকানদের ন্যয্য কর দেওয়ার সময় হয়েছে। অ্যাক্ট ওবানা তার সাপ্তাহিক ভাষণে মি ওবামা কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছেন কয়েক সপ্তাহে যেন তারা কথিত বাফেট রুল বিলের পক্ষে ভোট দেন।