আসাদ অচীরেই সিরিয়ায় গনভোটের জন্যে বৈঠকে বসার দিন ধার্য করবেন – রূশ পররাষ্ট্র মন্ত্রী ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলছেন – নতুন সংবিধান বিষয়ে গনভোট অনুষ্ঠান নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অচীরেই একটা দিন ধার্য করবেন । দেশটিতে সহিংসতা অনেক বেড়ে যাওয়ায় দু’নেতা বিষয়টি নিয়ে আলোচনার জন্যে দামেস্কে বৈঠকে মিলিত হন ।