লায়ন্স সেবা সপ্তাহের চতুর্থ দিনে ৪ অক্টোবর ২০১১ তারিখ লায়ন্স জেলা ৩১৫ বি৩ এর বিভিন্ন ক্লাবসমূহ অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন, স্বেচ্ছায় রক্তদান ও খাদ্য বিতরণসহ বিভন্ন সেবাকার্যক্রম পরিচালনা করেছে। লালমাটিয়া অটিস্টিক স্কুলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে গোল্ডস্টার ক্রিসেন্ট ক্লাব, বিজয়নগরে স্কাইলার্ক ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে পাওয়ার প্রাইম ক্লাব, মৌচাক নর্থস্টার ক্লাব মিরপুরে আয়োজন করেছে দন্ত ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও খাদ্য বিতরণ, তুরাগ ক্লাব উত্তরা গ্লোসী কিডস স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু-দন্ত পরীক্ষা করেছে, মৌচাক ফ্রেন্ডশীপ ক্লাব মহাখালীতে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেছে। এসব অনুষ্ঠানে জেলা গভর্ণর মো: হারুনুর রশিদ, ভাইস জেলা গভর্ণর ওয়াহিদুর রহমান আজাদ, সেবা সপ্তাহের কো-চেয়ারম্যান শাহরিয়ার সালাম, জোন চেয়ারম্যান ইউছুফ আলী সহ লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গতকাল ৩ অক্টোবর উত্তরা সেন্ট্রাল ক্লাব আয়োজিত উত্তরখান নিম্নবিত্ত কর্মসস্থান স্কুলে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ, ঢাকা ক্রিসেন্ট ক্লাব আয়োজিত ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু শিবির, কুমিল্লা ক্লাব আয়োজিত কৃষ্ণনগর প্রি-প্রাইমারী স্কুলে চক্ষু ক্যাম্প, ইয়াংস্টার ক্রিসেন্ট ক্লাব আয়োজিত ঢাকার আঁগারগাও লায়ন্স হাসপাতাল প্রাঙ্গণে দু:স্থ ও ছিন্নমুল শিশু-কিশোরদের খাদ্য বিতরণ, মিরপুর ক্রিসেন্ট ক্লাব আয়োজিত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দন্ত শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন শিশু অধিকার দিবস উপলক্ষে বেশীরভাগ কর্মকান্ডই শিশু-কিশোরদের জন্য পরিচালিত হয়। এছাড়া রবিবার কুমিল্লা জামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য, শিক্ষাসামগ্রী ও সেলাইমেশিন বিতরণ, কুমিল্লার স্থানীয় একটি রেস্তোরায় ‘সেবার মাধমে পরিবর্তন’ শীর্ষক সেমিনার, বিভিন্ন স্থানে বৃক্ষরোপন, কুমিল্লা প্যারামেডিকস কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ঢাকার উত্তরায় চক্ষু ও দন্ত শিবির অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স হাসপাতাল প্রাঙ্গণে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্ণর এডভোকেট হারুনুর রশিদ। এছাড়া জেলা ৩১৫এ১ এর জেলা গভর্ণর মির্জা খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সেবা সপ্তাহের মিডিয়া পার্টনার দৈনিক কালের কন্ঠ, একুশে টেলিভিশন, বিএনএন২৪.কম ও ডেইলী সান।