রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে রাজলক্ষী মার্কেটের পাশে বেইলী কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। ভবনের ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়েছে বলে আশংকা করছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন ধরে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে ভবনটিতে গার্মেন্টস থাকায় আগুনের তীব্রতা বেড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।