সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ১০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত মারা যান উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিৎসিং। আগেই তিনি আকস্মিক অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন।
২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এই শিল্পীর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর গত সপ্তায় তাকে একই হাসপাতালের আইসিইউ রাখা হয়। জগজিৎ সিংএর ৭০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি উচ্চরক্তচাপে ভুগছিলেন।
তার স্ত্রী চিত্রাকে সঙ্গে নিয়ে জগজিৎ সিং ভারতে গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। ২০০৩ সালে ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পায় জগজিৎ সিং।জগজিৎ সিংয়ের মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক বিশাল ক্ষতি।