বলিউডি চিত্রপরিচালক করণ জোহর নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন। অন্তত এমনটাই জানিয়েছে মাসালাডটকম নামের একটি ওয়েবসাইট। তারা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ হিসেবেই খবরটি প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, করণ যাকে বিয়ে করছেন তার নামও প্রকাশ করেছে ওয়েবসাইটটি। ৩১ বছর বয়স্কা বন্দনা মেলওয়ানি নিউইয়র্কে বসবাস করেন। করণের পারিবারিক এক বন্ধুর কন্যা তিনি। এক বছর আগে করণের সঙ্গে বন্দনার সম্পর্কের সূত্রপাত। আর সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
 
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, অবশ্য বিষয়টি সম্পর্কে মুখ খোলেননি করণ। বিষয়টির সত্যতা জানতে চেয়ে তাকে এসএমএস করা হলে জবাবে তিনি লিখেছেন, ‘নো কমেন্ট’।

খবর এনডিটিভি’র।