বুধবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অনুমোদনহীন রফ রফ পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ২২টি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ঢাকার সঙ্গে নারায়নগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানি), ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন জানিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ উভয় রুটেই পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। রফ রফ পরিবহন বিনা রুট পারমিটই পঞ্চবটি থেকে ঢাকা বাস চলাচল শুরু করে।
এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট রফ রফ পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানালে তিনি আরটিসির জরুরি সভা ডেকে রফ রফ পরিবহনের রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। রফ রফ পরিবহন কর্তৃপক্ষ তা দেখাতে ব্যার্থ হয়। এরপর জেলা প্রশাসক রফ রফ পরিবহনের বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। তবে পুলিশ প্রশাসনের উদাসীনতায় দু’দিন বন্ধ থাকার পরে আবারও চালু হয়। এতে করে মালিকপক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
পরিবহন সংগঠনের আরেক নেতা দিদারুল ইসলাম জানান, অনির্দিষ্ট কালের জন্য এ পরিবহন ধর্মঘট চলবে। তিনি জানান ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল ছাত্তারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে সমঝোতা বৈঠকের ডাকা হয়েছে। আজ দুপুরে ওই বৈঠকে ফলপ্রসু আলোচনা হলে ধর্মঘটের ব্যাপারে সংগঠনের অন্যান্য নেতাদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল ছাত্তার জানান,এর আগে বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রফ রফ পরিবহনের বাস চলাচল বন্ধ করে। তারা কয়েকদিন বন্ধ রেখে আবারো বাস চালানো শুরু করে। ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। বিআরটিএ থেকে সমঝোতা বৈঠকের্ও ডাক দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক খায়রুজ্জামান জানান, ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। বুধবার দুপুরে উভয় পক্ষকে আলোচনার জন্য ডাকা হয়েছে। আশা করছি এ সমস্যার সমাধান হবে।
অন্যদিকে রফ রফ নামের নতুন এই পরিবহনের পরিচালক সিরাজুল ইসলাম বলছেন, পুরাতন বাস মালিকরা এ রুটে যাত্রী সেবা না দিয়ে শুধু মুনাফা করে যাচ্ছিলো। তাই রফরফ নামের নতুন আরামদায়ক বাস সার্ভিসকে প্রতিরোধ করতে তারা অবৈধ ধর্মঘট ডেকেছে।