নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল রাত সোয়া ৮টায় শহরের আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজন মুখোশধারী আততায়ী তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে দৌড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়র লোকমান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ডিএমসিতে তার অস্ত্রপাচার করা হয়। তবে শেষ পর্যন্ত ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ হয়। রাত এগারটার দিকে কর্তব্যরত ডাক্তার মেয়র লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন।
হামলার খবর ছড়িয়ে পড়লে কয়েক শত বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুলিবর্ষণের প্রকৃত কারণ জানা যায়নি।