চীনের দক্ষিণাঞ্চলের মাটি খুঁড়ে প্রাচীন মাটির পাত্র আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। জিয়াংসি প্রদেশের সিয়ানরেনদং গুহা থেকে ২০ হাজার বছরের পুরনো এই মৃৎপাত্রটির ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট মার্কিন প্রত্নতত্ত্ববিদদের বরাত দিয়ে সায়েন্স সাময়িকী এ তথ্য জানিয়েছে। এর আগে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন মৃৎপাত্রটি ছিল ১০ হাজার বছরের পুরনো।

ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত টুকরোটি কোন একটি বড় কড়াইয়ের অংশ ছিল। কড়াইটি সম্ভবত খাবার বিশেষত মদ তৈরির কাজে ব্যবহার করা হতো।

প্রত্নতত্ত্ববিদদের মতে, যাযাবর মানুষ যখন থিতু হয়ে বহুদিন ধরে এক জায়গায় বসবাস করতে শুরু করে তখনই তারা এসব খাবার পাত্র ও পানপাত্র তৈরি করতে শেখে।

এএফপি।