বিশিষ্ট কথাসাহিত্যিক-নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেই হুমায়ূন আহমেদকে ভর্তি করানো হয় মানহাটনে অবস্থিত মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে।
এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব জানান, কোলন ক্যান্সারের বিষয়টি একরকম নিশ্চিত। এখন প্রয়োজন এর যথাযথ চিকিসা। সে লক্ষ্যেই কালবিলম্ব না করে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করা। তাছাড়া যে হাসপাতালটিতে তিনি ভর্তি হচ্ছেন সেটাও বিশ্বের এক নম্বর ক্যান্সার হাসপাতাল হিসেবে স্বীকৃত। সব মিলিয়ে আমরা তো শতভাগ আশাবাদী। আমাদের বিশ্বাস তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন। হুমায়ূন আহমেদের শরীরে ধরাপড়া কোলন ক্যান্সার এ প্রসঙ্গে আহসান হাবীব আরও জানান, সহসা দেশে ফিরতে পারছেন না হুমায়ূন আহমেদ। বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ করে আহসান হাবীব জানতে পেরেছেন, পূর্ণাঙ্গ চিকিসা নিতে হলে সেখানে টানা প্রায় ১ বছর থাকতে হচ্ছে তাকে। প্রাথমিক চেকআপ এবং ক্যান্সারের রকম ও পরিধি যাচাই-বাছাই এরপর অন্তত ৮ মাসে ৮টি কেমোথেরাপি দিতে হবে তাকে। সব মিলিয়ে ১ বছর কিংবা তারও অধিক সময় লাগবে পূর্ণাঙ্গ চিকিসা শেষ হতে।
আহসান হাবীব আরও বলেন, অবশ্য এর মধ্যে হাসপাতালের অনুমতি নিয়ে তিনি ক’দিনের জন্য দেশে এলেও আসতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে সেখানে গিয়ে প্রাথমিক চেকআপ এবং ডাক্তারি সিদ্ধান্তের ওপর। এদিকে কোলনে ক্যান্সার ধরা পড়ার খবরে তার কোটি ভক্ত-অনুরাগী-শুভানুধ্যায়ীরা আতঙ্কিত হয়ে পড়লেও এ নিয়ে বেশ স্বাভাবিক রয়েছেন হুমায়ূন আহমেদ। তার প্রধান সহকারী জুয়েল রানা বলেন, দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সবার দোয়ায় স্যার খুবই স্বাভাবিক ছিলেন। দেশ ছাড়ার আগেও তিনি শক্ত কণ্ঠে বলেছেন, আমার জন্য টেনশন করো না। আমি একদম ঠিক আছি। জুয়েল রানা আরও বলেন, স্যারের তেমন কোনো সমস্যাই ছিলো না। চলতি মাসের ১ তারিখে পরিবারের সব সদস্যের নিয়মিত শরীর চেকআপ করাতে স্যার সিঙ্গাপুর যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্যার শরীর চেকআপ করান ৮ সেপ্টেম্বর। এরপর সেখানকার কর্তব্যরত ডাক্তার স্যারের রিপোর্ট দেখে তার কোলনে টিউমার ধরা পড়ার কথা জানান। প্রাথমিকভাবে তারা এটিকে ক্যান্সার বলে সন্দেহ করছেন। তবে নিশ্চিত করে ক্যান্সারের কথা বলেননি। সাথে এটাও বলছেন, এতে খুব বেশি আতঙ্কের কিছু নেই। সঠিক চিকিসা হলে সেরে উঠবেন তিনি।
![](https://www.bnn24.com/wp-content/uploads/2022/11/rabindranath-tagore.jpg)