ঈদের আগে ট্রেনের টিকিট অনলাইনে কাটার বিষয়টি যাত্রীদের কাছে পরিচিত করতে প্রচার চালাবে ব্র্যাক ব্যাংক।

অনলাইনে বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার ক্ষেত্রে অনলাইনে আর্থিক লেনদেনের বিষয়টি দেখছে বেসরকারি ব্যাংকটি।

বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক বলেন, “যাত্রীরা তার ক্রেডিট ও ডেবিট কার্ড (ভিসা এবং মাস্টার কার্ড) দিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।”

ব্র্যাক ব্যাংক অনলাইনে টিকিট কাটার বিষয়টি যাত্রীদের কাছে পরিচিত করতে আগামী ৪ অগাস্ট থেকে প্রচার শুরু করবে।

ঈদে বাড়ি যাওয়া যাবে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে তিন দিন যা দশ দিন আগে কাটা যাবে।

অনলাইনে ই-টিকিট সংগ্রহের জন্য গ্রাহকদের রেলওয়ে অথবা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধিত হতে হবে।

জীশান জানান, অনলাইনে নিবন্ধন এবং আনুষ্ঠানিকতা শেষ হলে যাত্রীকে একটি ই-টিকিট দেওয়া হবে। রেল স্টেশনে নির্ধারিত টিকিট কাউন্টার থেকে ই-টিকিটের প্রিন্ট করা কপি দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।

আপাতত ঢাকার কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী রেল স্টেশনের যাত্রীরা এ সুবিধা পচ্ছেন জানিয়ে কিংশুক বলেন, “পরবর্তীতে আমরা সেবাটির পরিধি আরো বি¯তৃত করবো।”

তিনি বলেন, অগ্রিম টিকিটের ক্ষেত্রে একজন যাত্রী ঈদ মৌসুমে সর্বোচ্চ ১০ দিন আগে এবং অন্যান্য সময়ে সর্বোচ্চ ৩ দিন আগে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।”

রেলওয়ের মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে কাটা যাবে।  প্রতিটি টিকিট প্রসেসিংয়ের জন্য জন্য ব্র্যাক ব্যাংক পাবে ২০ টাকা।