দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি প্রায় ১০০ জন বাংলাদেশীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে আফ্রিকান ইমিগ্রেশন পুলিশ। গত কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন কারণে প্রবাসী বাংলাদেশীদের ধরে পাঠিয়ে দিচ্ছে কারাগারে। অনেককে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। আবার অনেককে ফেরতের জন্য প্রহর গুণছেন। কেউ কেউ আবার অনেক টাকার বিনিময়ে উকিল ধরে বের হয়ে আসছে। এদিকে গত ৪-৫ মাস ধরে বাংলাদেশীদের ভিসা বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং পুরাতন যারা অ্যাসাইলাম নিয়ে আছে তাদের নবায়ন করে দিচ্ছে না। আর দিলেও দিচ্ছে মাত্র ২-৩ দিন করে দিচ্ছে।
কাগজপত্র নিয়ে বড় বিপাকে আছে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীর। প্রবাসীরা বিপাকে থাকলেও মাথাব্যথা নেই বাংলাদেশ হাইকমিশনের। হাজার হাজার বাংলাদেশীর বিভিন্ন পারমিট গত ১ বছর ধরে রিনিউ করতে দিলেও রিনিউ পাচ্ছে না প্রবাসী বাংলাদেশীরা। সমস্যার পর সমস্যায় পড়তে হচ্ছে প্রবাসীদের। বন্ধ হয়ে গেছে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট। নিজের টাকা তুলতে বিপাকে পড়তে হচ্ছে অনেক জায়গায়। মূলত পারমিটের মেয়াদ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের। দেশে যেতে ইচ্ছা থাকলেও পারমিট না থাকায় যেতে পারছে না। অনেকের দেশে কাছের মানুষ অসুস্থ থাকলেও দেখতে যেতে পারছে না। এখানে বেশিরভাগ প্রবাসীরা রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন। আর এখন রাজনৈতিক আশ্রয় নতুন করে দেয়া বন্ধ করে দিয়েছে এখানকার সরকার। রিনিউ করতে গেলে বলে বাংলাদেশের সরকার বলছে আমাদের দেশে কোনো সমস্যা নেই, তাই প্রবাসী বাংলাদেশীদের রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না।
এদিকে দক্ষিণ আফ্রিকা সরকার যেমন পারমিট দিতে সমস্যা করছে, ঠিক তেমনি বাংলাদেশ হাইকমিশনও পাসপোর্ট দিতে সমস্যা করছে। নতুন পাসপোর্ট করতে গেলে নির্ধারিত সময়ে পাওয়া যায় না। সময় লেগে যায় ৫-৬ মাস। আর পাসপোর্ট সময়মত না আসায় বিপাকে পড়তে হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের।