টানা নয় দিন পর লেনদেন শুরুর প্রথম দিনই পুঁজিবাজার নিম্নমুখী রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম আধঘণ্টায় সাধারণ সূচক ৬৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৪৩ পয়েন্টে নেমে এসেছে।
এই সময়ের মধ্যে অধিকাংশ ইস্যুর (ইউনিট ও মিউচুয়্যাল ফান্ড) দর কমেছে। এখন পর্যন্ত লেনদেন হওয়া ১৮১টি ইস্যুর মধ্যে দর কমেছে ১৫৬টির। অন্যদিকে দর বেড়েছে ১৪টির অপরিবর্তিত রয়েছে ১১টি।
এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা।
প্রথম আধঘণ্টায় লেনদেনের শীর্ষে রয়েছে- তিতাস গ্যাস, গ্রামীণফোন, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, সামিট পাওয়ার, ন্যাশনাল ব্যাংক ও আফতাব অটোমোবাইলস।