সপ্তাহের শেষ দিনেও সূচক কমতে থাকায় পুঁজিবাজারে আবার বিক্ষোভ শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসই’র সামনে অবস্থান নিয়ে তারা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিতে এবং ডিএসই’র সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান  দিচ্ছেন।

বিক্ষোভ চলাকালে ডিএসই’র সামনের রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই সূচক ছিল নিম্নমুখী। এক পর্যায়ে বেলা দেড়টার দিকে সাধারণ সূচক ৭২ পয়েন্ট পড়ে গেলে এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীদের একটি অংশ। এর আগে ব্যাংকগুলো বারবার আশার কথা শোনালেও দিনভর দরপতনের পর গতকাল বুধবার আবারো রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন বিনিয়োগকারীরা। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৬৫ লাখ টাকা। দর কমেছে ১৯৯টি ইস্যুর, বেড়েছে ২৭টির অপরিবর্তিত রয়েছে ১৩টির। এ সময় পর্যন্ত সূচক কমেছে প্রায় ২০০ পয়েন্ট।

যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেখানে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে।