আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ একথা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে জানানো হয়েছিল, আবারও বিদ্যুতের দাম বাড়ছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন(বিইআরসি) সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত ঘোষণা দেবে।
কয়েকদিন আগে বিইআরসি দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল সেই ঘোষণাই দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
কমিশনের সদস্য প্রকৌশলী এমদাদুল হক এটি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, পাইকারি ও গ্রাহক পর্যায়েও দাম বাড়বে।