জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য চালু করেছে সরাসরি ব্যাংক ট্রান্সফার সুবিধা। এখন থেকে সাইটটিতে কাজ করা ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সরাসরি বাংলাদেশি টাকায় নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই আনতে পারবেন, এ জন্য তৃতীয় পক্ষের কোনো পেমেন্ট প্রসেসর ব্যবহার করতে হবে না। সম্প্রতি বাংলাদেশি ওডেস্ক ব্যবহারকারীরা লগ-ইন করলে এ সংক্রান্ত বার্তাটি দেখতে পান।
গত মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত ওডেস্কের অফিসিয়াল অনুষ্ঠান ‘ওডেস্ক কনট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ অনুষ্ঠানটিতে সরাসরি ব্যাংকে অর্থ উত্তোলন সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ম্যাট কুপার। কবে নাগাদ এ সুবিধাটি চালু করা হবে এ কথা জানাননি তিনি।
পূর্ব ঘোষণা ছাড়া সহসাই সুবিধাটি চালু করল প্রতিষ্ঠানটি। নতুন এ ফিচার চালু করায় অধিকাংশ বাংলাদেশি ফ্রিল্যান্সার ওডেস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে সরাসরি ব্যাংক ট্রান্সফারের জন্য প্রতিষ্ঠানটি যে চার্জ নেওয়ার কথা জানিয়েছে সেটি অত্যধিক বেশি বলে মন্তব্য করেছেন অনেক ফ্রিল্যান্সার। সমালোচনাও তাই পিছু ছাড়ছে না ওডেস্কের। ওডেস্কে প্রকাশিত বার্তা অনুযায়ী জানা গেছে, প্রতিবার লেনদেনে ওডেস্ককে ৪.৯৯ ডলার চার্জ দিতে হবে।
প্রায় দু’মাস আগে ১০ জন ব্যবহারকারীকে নিয়ে ওয়্যার ট্রান্সফারের পরীক্ষামূলক কার্যক্রম চালায় ওডেস্ক। সেটির সফল লেনদেনের পরই সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করা হল।
ওডেস্ক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগ-ইন করে সেটিংস-> ওয়ালেট-> উইথড্রয়াল মেথড-> সেটআপ নাউ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ওডেস্কের সঙ্গে ইন্টিগ্রেট করার সুযোগ পাবেন।