সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। ডিএসইতে লেনদেন শেষে সূচক কমেছে ১৯৪ পয়েন্ট। সঙ্গে কমেছে দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল ডিএসইর মূল ভবনের সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীদের একটি অংশ। এ সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। এছাড়া অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন সেস্নাগান দেন বিনিয়োগকারীরা।
গতকাল দিন শেষে দেখা যায়, সাধারণ মূল্যসূচক ১৯৪ দশমিক ৪১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৩৩ দশমিক ৩৯ পয়েন্টে নেমে এসেছে। লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩৯টিরই দর কমেছে; বেড়েছে ২০টির আর অপরিবর্তিত ছিল চারটির।