আগামী ১ আগস্ট থেকে সরকারের ইস্যুকৃত সিকিউরিটিজ (ট্রেজারি বিল ও বন্ড) এর ৬০ শতাংশ কিনতে হবে প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোকে। বাকি ৪০ শতাংশ ২৫টি তফসিলি ব্যাংকের মধ্যে বণ্টন করা হবে।

প্রাইমারি ডিলার ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক এ পদ্ধতিতে ট্রেজারি বিল ও বন্ড ক্রয় করলেও তারা প্রাইমারি ডিলার হিসেবে গণ্য হবে না। তবে তারল্য ব্যবস্থাপনার জন্য প্রাইমারি ডিলারদের পাশাপাশি ননপিডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধা পাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।