আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট- ২০১২ -এ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল পাকিস্তান দলকে ৫ উইকেটে পরাজিত করে ৭ম স্থান অধিকার করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটপ্রেমী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ের এ ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।