বৃষ্টি বিঘ্নিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ডার্কওয়ার্থ বা লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩২ ওভারে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে আবারো বৃষ্টি নামলে স্বাগতিকদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৩৮ রান। ২৭ ওভার ১ বলে ৩ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে সিরিজ সেরা ইয়ান বেল (৪) ও জোনাথন ট্রটের (১০) দ্রুত বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩৪ রানে ২ উইকেট হারানো স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও রবি বোপারা।
তৃতীয় উইকেটে এ দুজন গড়েন ৯২ রানের কার্যকর এক জুটি। জয়ের খুব কাছে গিয়ে কুক (৫৮) সাজঘরের পথ ধরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাচ সেরা বোপারা। ৫২ রানে অপরাজিত াকেন কুকের এই এসেক্স সর্তী।
এর আগে ব্যাট করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটির পরও ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে অস্ট্রেলিয়া। এরপর স্টিভেন স্মিথ ২১ ও জেমস প্যাটিনসন ১৩ রান করলেও জর্জ বেইলির অপরাজিত ৪৬ রানের ইনিংসটি অতিথিদের দেড়শর কাছাকাছি নিয়ে যায়।
ইংল্যান্ডের পক্ষে বোপারা ও জেমস ট্রেডওয়েল দুটি করে উইকেট নেন।