গতকাল অলিম্পিক থেকে বাদ পড়ে গেছেন শুট্যার শারমিন আক্তার রত্না। আজ ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতাটি থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট কাজী সাইখ সিজার।

অলিম্পিক গেমসের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জিমন্যাস্টিকসে অংশ নেওয়া এই প্রতিযোগী।

অলিম্পিকে এবার চমক দেখানোর জন্য বাংলাদেশ দল সাইখ সিজারের ওপরই অনেক ভরসা করে আসছিল। তবে সে আশার প্রতিদান দিতে পারেননি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইখ সিজার। জিমন্যাস্টের প্যারালাল বার ইভেন্টে ৭১ জন প্রতিযোগীর মধ্যে ২৭তম হন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন সিজার। তবে আরও অনেক ভালো স্কোরও যে করা সম্ভব ছিল, সেটাও স্বীকার করেছেন অলিম্পিকে বাংলাদেশের এই প্রথম জিমন্যাস্ট।

আজ বাছাইপর্বের পারফরম্যান্স শেষে সাইখ সিজার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি আমার পারফরম্যান্স নিয়ে খুব খুশি। কিছু জায়গায় আমি খুব ভালো করেছি, তবে আমি যতটা ভালো করতে পারতাম ততটা করতে পারিনি। যে স্কোর আমি করেছি সেটা ভালো, তবে আরও বেশি করতে পারা উচিত ছিল। তবে সবকিছু মিলিয়ে আমি আমার পারফরম্যান্স নিয়ে খুশি।’

 বিবিসি