লন্ডন অলিম্পিকে পদক লড়াইয়ের ষষ্ঠদিনে চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের ৩৪টি পদকের বিপরীতে যুক্তরাষ্ট্রের অর্জন ৩৭টি পদক।
 
যদিও পঞ্চমদিন পর্যন্ত স্বর্ণপদকে যুক্তরাষ্টের চেয়ে চীন এগিয়ে থাকলেও বৃহস্পতিবার সাঁতারে চারটি ইভেন্টের তিনটিতেই স্বর্ণ জিতে এশীয় পরাশক্তিকে ধরে ফেলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে উভয় দেশেরই সংগ্রহে ১৮টি করে স্বর্ণ পদক। এছাড়া ১১টি রৌপ্যপদক ও ৫টি ব্রোঞ্জও অর্জন রয়েছে চীনা প্রতিযোগীদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক তালিকায় রয়েছে ৯টি রৌপ্যও ১০টি ব্রোঞ্জপদক।
 
২ আগষ্টের প্রতিযোগিতায় শেষে সাত স্বর্ণপদক, দুই রৌপ্য ও পাঁচ ব্রোঞ্জপদক নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদক নিয়ে ফ্রান্স চতুর্থ অবস্থানে উঠে এসেছে। ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক নিয়ে তালিকায় পঞ্চমস্থানে স্বাগতিক গ্রেট ব্রিটেন।
 
৪টি করে স্বর্ণপদক জিতেছে জার্মানি, ইতালি ও উত্তর কোরিয়া। ৩টি করে স্বর্ণপদক জিতেছে রাশিয়ান ফেডারেশন, কাজাখস্থান ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জাপান, নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও ইউক্রেন জিতেছে ২টি করে স্বর্ণপদক। এছাড়া আটটি দেশ একটি করে স্বর্ণপদক জিতেছে। দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, রোমানিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, স্লোভেনিয়া, জর্জিয়া, লিথুনিয়া ও ভেনেজুয়েলা।