প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৭৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে শারমীন আক্তার (০) ও অধিনায়ক সালমা খাতুনের (২) বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি।
তৃতীয় উইকেটে আয়েশা আক্তারের (৫) সঙ্গে ২০, চতুর্থ উইকেটে রুমানা আহমেদের (২) সঙ্গে ১১ ও পঞ্চম উইকেটে ফারজানা হকের (৫) সঙ্গে ১৭ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে লতা মন্ডল স্বস্তি¡ ফেরান বাংলাদেশ শিবিরে।
কিন্তু দলীয় ৫৬ রানে লতা (৩১) ও ফারজানার বিদায়ে ভীষণ অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। নুজহাত তানিয়ার (৩) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো। অষ্টম উইকেটে অভিষিক্ত তাজিয়া আক্তারের (১) সঙ্গে রিতু মণির ১২ রানের জুটি ধাক্কা সামলে দলকে জয়ের পথে নিয়ে আসে।
দলীয় ৭২ রানে তাজিয়া বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রিতু (১২*)।
৩২ রানে ৩ উইকেট নিয়ে সুনীতি লুবসার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে ৫ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তি¡তে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে মারিজান্নে কাপের (১১) সঙ্গে অধিনায়ক মিগনন দ্যু প্রিজের (২৪) ৩৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
দলীয় ৪২ রানে মারিজান্নের বিদায়ের পর স্কোর বোর্ডে ৬ রান যোগ করতেই ইয়োলান্ডি ভান্ডের ও প্রিজের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
সপ্তম উইকেটে সাবনিম ইসমাইলের (৯) সঙ্গে সানি লুসের (১৫*) ২১ রানের জুটি গড়লেও লড়াইয়ের পুজি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানে সাবনিমের বিদায়ের ৬ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে ৯২ বল আগেই অলআউট হয়ে যায় অতিথি দলটি।
বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা (৩/৮) ও রুমানা আহমেদ (৩/১০) তিনটি করে উইকেট নেন। কুবরা ৮ রান দেন ৮ ওভারে।