সিরিজ জয় নিশ্চিত করল বংলাদেশ। নাসির হোসেনের ৫০ রানের ওপর ভর করে আয়ারল্যান্ডের সামনে ১৪৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডও কম জায়না ৬ উইকেট হারিয়ে জয়ের প্রায় দারপ্রান্তে এসে গিয়েছিল। মাত্র ১ রানে হেরেছে তারা। তিন ম্যাচ সিরিজের দুইটিতে জিতেই বাংলাদেশে তাদের সিরিজ জয় নিশ্চিত করল।
৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন নাসির। এছাড়াও আশরাফুল ৪৬ বলে ৩৮ রান করেছেন। পুরো ২০ ওভারে ১৪৬ রান তোলে মুশফিক বাহিনী।
আজ বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা ধীরগতিতে করেছে বাংলাদেশ। গত ম্যাচে ৩১ রানের ইনিংস খেলা তামিম ইকবাল সাজঘরে ফিরেছেন শূন্য রানে। সপ্তম ওভারের প্রথম বলে মাত্র ১১ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। দুই ওভার পরে দলীয় ৫৫ রানের মাথায় দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এক ওভার পরে মাহমুদুল্লাহও আউট হয়েছেন মাত্র ৩ রান করে।
আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ৭১ রানে জিতে শুরুটা ভালোভাবেই করেছিল মুশফিক বাহিনী। আর প্রথম ম্যাচের মতো আজও প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।