টেস্টে বড় হারের পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম খেলা ১২ অগাস্ট, শুক্রবার। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে।
অন্য দিকে একদিনের ক্রিকেটে সফরকারীদের বিপক্ষে টানা হার থেকে বের হয় আসতে চায় জিম্বাবুয়ে। একদিনের ক্রিকেটে বাংলাদেশকে বেশ শক্তিশালী দল হিসেবে মানেন স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলর।
তাই একমাত্র টেস্টে হারানোর পরও বাংলাদেশকে খাটো করে দেখছেন না তিনি। টেলর বলেন, “বাংলাদেশ খেলার মধ্যে আছে, প্রতিনিয়ত উন্নতি করছে। তাছাড়া একদিনের ক্রিকেটে তারা আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে।”
তবে যেহেতু এবার খেলা নিজেদের মাটিতে তাই তার সর্বোচ্চ সুবিধা নিতে চান জিম্বাবুয়ে অধিনায়ক। তিনি বলেন, “বাংলাদেশ শক্তিশালী দল বিশেষত যখন দেশের মাটিতে খেলে। তবে এবার আমরা নিজেদের মাটিতে খেলছি এবং কন্ডিশনের সর্বোত্তম ব্যবহার করতে চাই। তাদের এখানে স্বচ্ছন্দ্য হওয়ার সুযোগ দেয়া যাবে না। এটা দৃঢ়তার সঙ্গে করতে পারলেই জেতা সম্ভব।”
এদিকে টেস্টে বাজে হারের পর একদিনের সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি এটাও বলেন, “জয়ের আশা করলেও জানি সিরিজটা মোটেও সহজ হবে না।”
একদিনের সিরিজে দুই দলেই বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। সফরের আগেই বলা হয়েছিল একদিনের সিরিজে নতুনদের সুযোগ দেয়া হতে পারে। সেদিক থেকে বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি।
জিম্বাবুয়েতে এ পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে দল দুটি। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে ১১টিতে আর বাংলাদেশের জয় ৯ ম্যাচে।তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রমশ ব্যবধান কমিয়ে আনছে। টেস্ট থেকে স্বেচ্ছা নির্বাসনের পর এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৩৩টি একদিনের ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। এর মধ্যে ২৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে দু’দল খেলেছে ৫১টি ম্যাচ। এতে বাংলাদেশের জয় ২৮ খেলায় অন্য দিকে জিম্বাবুয়ের জয় ২৩ খেলায়।