পরিপূর্ণ টেলিযোগাযোগ সুবিধা প্রদানের জন্য মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড সমপ্রতি ব্র্যাকের সঙ্গে বিজনেস সলিউশন্স চুক্তি আরো পাঁচ বছরের জন্য নবায়ন করেছে। এই নবায়ন ছাড়াও ব্র্যাকের সর্বস্তরের কর্মীদের জন্য সুলভ যোগাযোগ সুবিধা প্রদানে গ্রামীণফোন ও ব্র্যাক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গ্রামীণফোনের বিজনেস সলিউশন্স একটি সমন্বিত টেলিযোগাযোগ সেবা যা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিজ নিজ প্রয়োজনের ভিত্তিতে আলোচনার মাধ্যমে প্রদান করা হয়। নবায়িত চুক্তি অনুসারে ব্র্যাককে তার প্রয়োজনের ভিত্তিতে ভয়েস, ডাটা ও অন্যান্য সার্ভিসের সমন্বয়ে পরিপূর্ণ টেলিযোগাযোগ ব্যবস্থা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটি এই সার্ভিস স্বল্পমূল্যে তার নিজস্ব যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নে ব্যবহার করবে। এছাড়াও গ্রামীণফোন তার প্রিপেইড সংযোগের মাধ্যমে ব্র্যাকের সব কর্মীকে যোগাযোগ সুবিধা প্রদান করবে।