চট্টগ্রাম টেস্ট ড্র

bnn24

Bybnn24

অক্টো ২৫, ২০১১

পঞ্চম দিনের খেলা ঘন্টাখানেক বাকি থাকতেই চট্টগ্রাম টেস্ট ড্র ঘোষণা করা হয়েছে। ফল আসার সম্ভাবনা না থাকায় দুই দলের অধিনায়কের মতামত নিয়ে টেস্ট ড্র ঘোষণা করেছেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নাইজেল লং।

বাংলাদেশের দেয়া ২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০০ রান। কার্ক এডওয়ার্ডস ২৮ ও ড্যারেন ব্রাভো ২৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সানি ও সাকিব একটি করে উইকেট নেন।

এদিকে চা-বিরতির সময় ৩ উইকেটে ১১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবাল ৩৭,  ইমরুল কায়েস ১৩ ও শাহরিয়ার নাফীস ৫০ রান করে আউট হন। এছাড়া রকিবুল হাসান ১০ ও অধিনায়ক মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত থাকেন।

এর আগে ইলিয়াস সানি ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসেই ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।