টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৬ রানে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। শুক্রবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফইনালের বিজয়ী দলের সঙ্গে রোববারের ফাইনালে খেলবে স্বাগতিকরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১২৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।