গলফ খেলেই নিজের ৫১তম জন্মদিন কাটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার দিনের প্রথম ভাগে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এন্ড্রুজ বিমান ঘাঁটির মাঠে গলফ খেলার পর সন্ধ্যাটি তিনি নিরিবিলিতে কাটান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে। এদিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ওবামা অংশ নেননি।

মার্কিন প্রেসিডেন্ট জন্মদিনের সন্ধ্যা কীভাবে কাটালেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। তবে মেরিল্যান্ডের ক্যাটোকটিন পর্বতমালার অবকাশ যাপন কেন্দ্রে রাতের খাবারের সময় স্ত্রী মিশেল তার সঙ্গে ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। ছুটিতে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা দুই মেয়ে ওবামা ও মিশেলের সঙ্গে যোগ দিয়েছিলেন কি না তাত্ক্ষণিকভাবে তাও জানা সম্ভব হয়নি।